মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি :বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের আনন্দ র্যালিতে হামলায় জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও জেলার পাঁচ ছাত্রলীগ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জি. এম. সিরাজী মিজান, সৌরভ চন্দ্র দাস, খালিদ সিরাজ রকি, মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন কে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
কার্যনির্বাহী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে হামলার ঘটনায় তারা জড়িত থাকার কারণে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কোনো কর্মী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস