এমটি নিউজ২৪ ডেস্ক : সোমবার (১৭ অক্টোবর) সারাদেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার পীরগঞ্জ উপজেলায় সাধারণ সদস্যপ্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও দুজন প্রার্থী একটি করে ভোট পেয়েছেন।
শূন্য ভোট পাওয়া প্রার্থীর নাম নুরুল ইসলাম। তিনি টিউবওয়েল প্রতীকে ঠাকুরগাঁও-৩ (ওয়ার্ড) পীরগঞ্জ উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুজন প্রার্থী আমির হোসেন ও মশিউর রহমান, তারা একটি করে ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, জেলা পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ১৯ জন ও মহিলা সংরক্ষিত আসনে ৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন ১৪৫ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। এতে ৭৮টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন হাতি প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান।