রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৬:১৮:০৭

ঠাকুরগাঁওয়ে ৩দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ৩দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ রাসেদুজ্জামান সাজু,  ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ।
৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শহরের বিভিন্ন স্কুল ও বিজ্ঞান ভিত্তিক ক্লাব থেকে প্রায় ৫০টি স্টল বসানো হয়েছে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে