সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩, ০৪:৫৪:১২

এই বিদ্যালয়ে একসঙ্গে পড়ছে ২০ জমজ ভাই-বোন

এই বিদ্যালয়ে একসঙ্গে পড়ছে ২০ জমজ ভাই-বোন

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাইস্কুল। প্রায় শতবর্ষী এই বিদ্যালয়ে একসঙ্গে পড়ছে ২০ জন জমজ ভাই-বোন। ২০ শিক্ষার্থীর মধ্যে জমজ ভাই-বোনদের সবাই দেখতে প্রায় একই রকম। এলাকাবাসীর কাছে এটি এখন ‘জমজদের বিদ্যালয়’ হিসেবে পরিচিতি পেয়েছে।

যানা যায়, ১৯৩২ সালে স্থাপিত ঠাকুরগাঁও সদরের মথুরাপুর পাবলিক হাই স্কুল। বর্তমানে এই প্রতিষ্ঠানে দশ জোড়া জমজ শিক্ষার্থী করছে পড়াশুনা। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল। 

জমজ শিক্ষার্থীদের এক নজর দেখতে স্কুলে ছুটছেন অনেকে। পড়াশোনার পাশাপাশি একসাথে খাওয়া, খেলাধুলা করাসহ জমজ এই জুটি মুগ্ধতা ছড়াচ্ছে আশেপাশেও। একই সময়ে পৃথিবীতে আলো দেখা আর জীবনের পথচলায় একই রকম দেখতে, একই ভাল লাগা আর খারাপ লাগাগুলো আকৃষ্ট করে সবাইকে।

বিদ্যালয়ে জমজ শিক্ষার্থীরা ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে দুই জোড়া, সপ্তম শ্রেণিতে তিন জোড়া, অষ্টম শ্রেণিতে এক জোড়া, নবম শ্রেণিতে দুই জোড়া এবং দশম শ্রেণিতে দুই জোড়া জমজ শিক্ষার্থী পড়ালেখা করছে।  

স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে তাহসিন-তাসনিম ও সান-মুন, সপ্তম শ্রেণিতে কার্তিক-গণেশ, হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া, অষ্টম শ্রেণিতে শুভ-সৌরভ, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি এবং দশম শ্রেণিতে আবিদ-অমিত ও রাহুল-চঞ্চল রাহা।

জমজ শিক্ষার্থীদের দেখতে স্কুলে আসেন অনেকে। পড়াশোনার পাশাপাশি একসাথে খাওয়া, খেলাধুলা করাসহ জমজ শিশুরা মুগ্ধতা ছড়াচ্ছে আশপাশেও।

মথুরাপুর পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন জানালেন, চেহারার সাথে বুদ্ধিমত্তার দিক দিয়েও অনেক মিল জমজ শিশুদের। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমনটাই আশা প্রধান শিক্ষকের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে