রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ০৭:৫৬:৫৭

আকাশে বিরল এ দৃশ্য দেখতে থমকে গিয়েছিল পথ চলতি মানুষ

আকাশে বিরল এ দৃশ্য দেখতে থমকে গিয়েছিল পথ চলতি মানুষ

ঠাকুরগাঁও : হঠাৎ ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা গেছে অসংখ্য অদ্ভুত আলোর বিন্দুর মিছিল । বিরল এ দৃশ্য দেখতে থমকে গিয়েছিল পথ চলতি মানুষ। আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন অনেকেই। কোথা থেকে আসছে সারিবদ্ধ এ আলোর বিচ্ছুরিত মিছিল, এ নিয়ে বাড়ছে কৌতূহল।

শনিবার রাতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো সদর উপজেলার আউলিয়াপুর ভাতগাঁওসহ আশপাশ এলাকার মানুষ। আষাঢ়ের শেষ দিনে রাত ৮টা ২০ মিনিটে দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম-উত্তর গোলার্ধ থেকে পূর্ব-দক্ষিণ গোলার্ধের আকাশে উঠে যাচ্ছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল। ১০-১২ মিনিট পরেই মেঘে ঢাকা আকাশে মিলিয়ে যায় সেটি।

আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দৃশ্য দেখে রাকিব ইসলাম নামে একজন লিখেছেন, ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয় পেয়েছি— আদতে জিনিসটা কী! খারাপ কিছু না তো?

আরেক নেটিজেন রবিউল ইসলাম লিখেছেন, রাতের আকাশে অদ্ভুদ আলোর দেখা মিলল। যেন অনেক যুদ্ধবিমান একসঙ্গে কোথাও যাচ্ছে।

শহরের নিশ্চিন্তপুরে দারুল উলম ফয়েজ আম কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. শাহজাহান সিরাজ বলেন, হাদিসে বর্ণিত আছে— শয়তান যখন আকাশে ওঠার চেষ্টা করে, তখন ফেরেস্তারা শয়তানকে লক্ষ্য করে তারকা জাতীয় বস্তু ছুড়ে মারে। তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন।

ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিদ্যার শিক্ষক রবিউল করিম বলেন, পৃথিবী নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা হতে পারে। সূত্র : যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে