বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১১:২১:০৯

বিয়ের দাবিতে এক সন্তানের জনকের বাড়িতে কিশোরী

বিয়ের দাবিতে এক সন্তানের জনকের বাড়িতে কিশোরী

এমটিনিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের দাবিতে এক সন্তানের জনকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কিশোরী (১৬)। সে ২০২৩ সালে এসএসসি পাস করেছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে উপজেলার চাড়োল ইউনিয়নের কাঁচনা মধুপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে আসাদুজ্জামানের বাড়িতে সে অবস্থান করছে। 

ওই কিশোরী জানায়, দুই বছর আগে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে আসাদুজ্জামান বিবাহিত এবং এক সন্তানের বাবা। স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর প্রেম করেছে আসাদুজ্জামান। দুই বছরে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। গত দুই সপ্তাহ ধরে আসাদুজ্জামান তাকে এড়িয়ে চলতে শুরু করেন। মোবাইলে যোগাযোগ বন্ধ করে দিলে মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেয়।

ওই কিশোরীর মা অভিযোগ করেন, ছোট মেয়েটাকে ফুঁসলিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছে আসাদুজ্জামান। বিষয়টি এলাকায় প্রকাশ হওয়ার পর এখন বিয়ে করতে চাইছে না। কাউকে না বলেই মঙ্গলবার মেয়ে আসাদুজ্জামানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। তবে আসাদুজ্জামানের বাড়ির লোকজন প্রভাবশালী হওয়ায় মেয়েকে বিয়ে করে ঘরে না তুলে মারপিট করেছে।  

তিনি বলেন, আসাদুজ্জামানের দুলাভাই মধুপুর গ্রামের সামশুজ্জোহা বারবার পুলিশের ভয় দেখাচ্ছে। তারা টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইজ্জতের মূল্য তো আর টাকা দিয়ে পূরণ হয় না।

আসাদুজ্জামানের বাবা আব্দুল জব্বার বলেন, এক কিশোরী মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আমাদের বাড়িতে এসে আমার বিবাহিত ছেলে ও এক কন্যা সন্তানের জনক আসাদুজ্জামানকে বিয়ের দাবিতে অবস্থান করছে। আমাদের প্রতিপক্ষ আমাদেরকে হয়রানি ও ফাঁসানোর জন্য এমনটা করছে। 

চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জি বাবু জানান, এ ব্যাপারে উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি যতদ্রুত সম্ভব সামাজিকভাবে মীমাংসা করতে বলা হয়েছে। ঘটনাস্থলে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, বিষয়টি আমরা অবহিত আছি। ওই কিশোরীর পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে