শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৮:০৪

লাইসিয়াম ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

লাইসিয়াম ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও লাইসিয়াম ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্রীড়া, সুন্দর হাতের লেখা, বিস্কুট দৌড়, ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ প্রায় ৩০টি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও লাইসিয়াম ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক মিস মাকসুদা পারভিন।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ঐ স্কুলের শিক্ষার্থীরা সংস্কৃতি অনুষ্ঠান উপস্থাপন করে।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে