এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দলে আনার কথা জানিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ বলেছেন, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু ওই সব নেতাদের মতো খারাপ না। তাদের সকলকে আপনাদের কাছে টেনে আনতে হবে। না হলে তারা যাবে কোথায়।
শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বর্ধিত সভা ও নির্বাচনী আলোচনায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, তাদের রাজনীতি করারও সুযোগও নেই। তবে অনেক ভাই আছেন যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু ওই সব নেতাদের মতো খারাপ না। তাদের সকলকে আপনাদের কাছে টেনে আনতে হবে। না হলে তারা যাবে কোথায়। তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে।
বিএনপির নেতা আরও বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা কোথায় যাবেন তাদেরকেও জায়গা দিতে হবে। এরইমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।
মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য প্রথম ট্রাস্টি বোর্ড নির্বাচন করা হয়েছে। এ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রায় নয় কোটি টাকার অনুদান এসেছে শুধু মন্দিরের জন্য। এগুলো সবই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান।
তিনি বলেন, তার টেলিফোনের জোর, তার কথার জোর এবং যেখানে টেলিফোন করেছে সেখান থেকেই সহযোগিতা গড়িয়ে এসেছে। তাই আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং ট্রাস্টি বোর্ডকে বলেছি সব ইউনিয়নেই সহযোগিতা করুন। তাই প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে একটি করে মন্দির নির্মাণের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
এ সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।