বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ১০:১৭:১১

ঠাকুরগাঁওয়ে আইপিএল খেলাকে কেন্দ্র করে বাজিখেলা

ঠাকুরগাঁওয়ে আইপিএল খেলাকে কেন্দ্র করে  বাজিখেলা

মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আইপিএল খেলা দেখার নামে চলছে জুয়া  ও বাজিধরা।  ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)  হলো সবচেয়ে বড় বাজেটের একটি ক্রিকেট লীগ। এই খেলায় অংশগ্রহণ করেন বিশ্বের সকল ভাল খেলোয়াড়রা।

আইপিএল খেলা জনপ্রিয়তা অন্যান্য খেলার চেয়ে একটু বেশিই। কারণ এই খেলার মাধ্যমে অনেক টাকার লেনদেন হচ্ছে বিভিন্ন মহলে।

ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় সরেজমিনে গিয়ে দেখা গেছে , যখন রাত ৮ বাজে ঠিক তখনই শুরু হয় শহরের চায়ের দোকান, ক্লাব, ও ফাকা স্থানে টেলিভিশন দিয়ে খেলা দেখা।
খেলা তো তারা দেখে শুধুমাত্র বাজি ধরার জন্য। এসব বাজি খেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন বয়সী লোকজনরাও বাজি খেলায় আসক্ত।

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান,  তার ছেলে বেশকয়েক দিন থেকে প্রায় প্রাইভেট বা বিভিন্ন খরচ দেখিয়ে  টাকা লাগবে বলে সবসময়ই জোর করতেন। যখন বাবা মা র কাছে টাকা পেতো না তখন কয়েকজনের কাছে টাকা ধার করে সে বাজি খেলে।

এসব বাজি ধরা খেলার ধরন সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাজি খেলোয়াড় জানায়,  এক ওভার কে কত রান করবে এবং এক বলে কে ফোর বা সিক্স মারবে বা কে কয়টা উইকেট নিবে এর উপর ধরা হয় বাজি।

উল্লেখ্য যে,  আইপিএল খেলার নামে এসব বাজি খেলা বন্ধ করার জন্য অভিভাবক শ্রেণীর লোকজনরা প্রশাসনের দৃষ্টিআকর্ষন করেন।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে