মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ০৪:৪০:০৩

এক টুকরা কেক বিক্রি হলো সাড়ে তিন লাখ টাকায়!

এক টুকরা কেক বিক্রি হলো সাড়ে তিন লাখ টাকায়!

বিচিত্র জগৎ ডেস্ক : এক টুকরা কেক। তারই দাম উঠল প্রায় সাড়ে তিন লাখ টাকায়। এটি সাধারণ কোনো কেক নয়। এক কথায় রাজকীয় কেক। তাও আবার খোদ ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের বিয়ের কেক।

সম্প্রতি ৭৭ বছরের পুরনো সেই কেকের টুকরো উঠল নিলামে। ২ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছে কেকের টুকরাটি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৩৫ হাজার টাকা।

১৯৪৭ সালে রাজদম্পতির বিয়ের পর থেকে এটি সংরক্ষণ করা হয়েছিল।

যদিও এই কেকটি আর খাওয়ার উপযোগী নেই। তবে সেই সময় যে সুসজ্জিত মোড়কে করে কেকটি রাখা হয়েছিল সেটি এখনও অবিকৃত অবস্থায় রয়েছে।

রুপার প্রতীক দিয়ে সজ্জিত একটি ছোট বাক্সের মধ্যে তৎকালীন রাজকুমারী এলিজাবেথের জন্য তৈরি কেকটি রয়েছে ঠিক তেমনই। স্কটল্যান্ডের এডিনবরার হলিরুডহাউসের গৃহকর্মী মেরিয়ন পোলসনকে এই বিশেষ স্লাইসটি বাকিংহাম প্যালেসের তরফে উপহার হিসাবে দেওয়া হয়েছিল।

যা এত দিন সংরক্ষিত করা হয়েছিল। কেকের সঙ্গে এলিজাবেথের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছিলেন পোলসন। সেখানে বিয়ের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রানি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কেকটি ছিল ৯ ফুট লম্বা। এর ওজন ছিল প্রায় ২২৭ কেজি।

বিয়ের অতিথিদের জন্য বিশাল কেকটিকে ২০০০টি টুকরো করে পরিবেশন করা হয়েছিল। দাতব্য সংস্থাগুলোকে অতিরিক্ত টুকরা দেওয়া হয়েছিল। এ ছাড়াও তাদের প্রথম সন্তান প্রিন্স চার্লসের নামকরণের অনুষ্ঠানের জন্য একটি গোটা স্তর আলাদা করে রাখা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে