শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:২০:১৪

ব্যস্ত রাস্তার মাঝে বরের গাড়ি আটকে দিলেন প্রাক্তন প্রেমিকা

ব্যস্ত রাস্তার মাঝে বরের গাড়ি আটকে দিলেন প্রাক্তন প্রেমিকা

বিচিত্র জগৎ ডেস্ক : প্রেমিক অন্য কারও জীবনসঙ্গী হতে চলেছেন—এই দৃশ্য মানতে পারেননি প্রেমিকা। ভালোবাসার টানে তিনি ঘটিয়ে বসেন এক অদ্ভুত ঘটনা। ভারতের একটি ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে সাবেক প্রেমিকের বিয়ের গাড়ি আটকে দেন ওই তরুণী। মুহূর্তেই এ দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাজানো একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে—যা বিয়ের শোভাযাত্রার অংশ বলে ধারণা করা হয়। সেই গাড়ির সামনে শালোয়ার-কামিজ পরা এক তরুণী দাঁড়িয়ে আছেন। গাড়িটি বারবার এগিয়ে যাওয়া চেষ্টা করলেও সরছেন না তিনি। অসহায়ভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর আবেগঘন আচরণ নজর কাড়ে পথচারীদেরও।

ভিডিওতে দাবি করা হয়েছে, যাঁর বিয়ে হচ্ছিল তিনি ওই তরুণীর সাবেক প্রেমিক। কিন্তু বিচ্ছেদের পরও প্রেমিকের প্রতি গভীর ভালোবাসা ভুলতে পারেননি তরুণী। তাই বিয়ের দিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শেষবারের মতো প্রতিরোধের চেষ্টা করেন তিনি।

ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা—কেউ তরুণীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, কেউ আবার তাঁর এ আচরণকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে