সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:২০:১৭

ফেসবুকে পরিচয়, এরপর ৭ বছর ধরে প্রেম, ৫ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

ফেসবুকে পরিচয়, এরপর ৭ বছর ধরে প্রেম, ৫ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

বিচিত্র জগৎ ডেস্ক : ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। ৭ বছর ধরে চলে এই ভারচুয়াল সম্পর্ক। প্রেমিককে সামনাসামনি না দেখেই ভালোবেসে যান ৬৭ বছর বয়সী প্রেমিকা। বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করেন প্রেমিককে। প্রেমের ফাঁদে পা দিয়ে এভাবে খোয়ান ৫ কোটি টাকা। অবশেষে প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। 

ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের। ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। যুবক নিজেকে আমেরিকার ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। তাঁর প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। যুবকের ছবি দেখে ভালো লাগে বৃদ্ধার। এরপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। সেখান থেকে এক পর্যায়ে অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেমের প্রস্তাব দেন যুবক। যাচাই না করেই প্রস্তাবে সম্মত হন বৃদ্ধা। 

বিভিন্ন সময় ব্যবসার কথা বলে বৃদ্ধার কাছ থেকে টাকা নেন ওই যুবক। বৃদ্ধার অভিযোগ, গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান তিনি। এই অর্থ জোগাতে কখনও তিনি ব্যাংক থেকে লোন নেন কখনও আবার স্বজনদের কাছ থেকে ধার পর্যন্ত করেন।

এতদিনে কেন একবারও দেখা করলেন না প্রেমিকের সঙ্গে? পুলিশের এমন প্রশ্নের জবাবে তদন্তকারীদের তিনি জানান, মন থেকে ভালোবেসেছিলেন। ভালোবাসার আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কায় দেখা করেননি। 

অনলাইনের এই সম্পর্ক চলছিল দিনের পর দিন। কিন্তু সম্প্রতি ওই বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। অবশেষে ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য ছবি দিয়ে প্রতারণা করছিল যুবক। ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট ওই যুবকের। যার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধা।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে