বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০৯:৫৬

ছেলের বদলে ‘ভুল’ করে বাবার অস্ত্রোপচার!

ছেলের বদলে ‘ভুল’ করে বাবার অস্ত্রোপচার!

বিচিত্র জগৎ ডেস্ক : দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। কিন্তু আহত যুবকের অস্ত্রোপচার না করে তার বাবার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। এমনই অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানের কোটা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, যুবকের নাম মণীশ। তিনি একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানো হলে তিনি বাবাকে ফোন করে ডেকে আনেন।

মণীশের দাবি, অস্ত্রোপচারের সময় ওটি পর্যন্ত তার সঙ্গে ছিলেন বাবা। তাকে ওটির বাইরে অপেক্ষা করতে বলা হয়। সেখানেই অপেক্ষা করছিলেন তিনি। মণীশ জানিয়েছেন, তার বাবা পক্ষাঘাতগ্রাস্ত।

মণীশ আরো দাবি করেন, পরে তিনি বাবার কাছ থেকে জানতে পারেন, চিকিৎসকরা তাকে ওটির ভেতরে আসতে বলেন। তারপর তার আর কিছু মনে নেই বলে জানান।

মণীশ জানান, বাবার শরীরে কাটাছেঁড়ার দাগ দেখে সন্দেহ হয় তার। বেশ কয়েকটি সেলাইও দেখতে পান শরীরে। কাটাছেঁড়ার দাগ কোথা থেকে এলো, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঙ্গীতা সাক্সেনা জানান, হাসপাতালে সুপারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদৌ কি ওই ব্যক্তির অস্ত্রোপচার হয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে