সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ০৭:০৩:৫৪

মৃত স্ত্রীকে নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন স্বামী, পরে যা ঘটলো...

মৃত স্ত্রীকে নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন স্বামী, পরে যা ঘটলো...

বিচিত্র জগৎ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি তার মোটরসাইকেলের পেছনে স্ত্রীর মৃতদেহ বেঁধে নিয়ে রাস্তা ধরে যাচ্ছেন। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুরে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রামের দিকে যাচ্ছিলেন অমিত বুমরা যাদব (৩৬) এবং তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫)। পথের মাঝে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে জ্ঞ্যায়ার্সি বাইক থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অমিত নিজেও সামান্য আহত হন।

দুর্ঘটনার পর অমিত বহু পথচারীর কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু ভারী বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। অসহায় অমিত অবশেষে স্ত্রীর মৃতদেহ মোটরসাইকেলের পেছনে শক্ত করে বেঁধে লোনারার দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে দেওলাপার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তখন সেখানে কোনো গাড়ি বা আহত ব্যক্তিকে খুঁজে পায়নি। পরবর্তীতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে পুলিশ তাকে শনাক্ত করে। 

পুলিশ জানায়, তারা খুমারি টোল প্লাজার কাছে অমিতকে থামানোর চেষ্টা করলেও তিনি না থেমে চলে যান। পরে পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়িতে গিয়ে থামায়।

নাগপুর গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার হর্স এ পোদ্দার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। এই ঘটনাটি শুধু ভারত নয়, সমগ্র বিশ্বজুড়ে মানবিক সহায়তার অভাব এবং সড়ক দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে