এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে এক নারীর দুই স্বামী নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল্লার সমাজ এলাকায়।
জানা যায়, এক নারীর (২৩) প্রথম বিয়ে হয় একই এলাকার মো. সিদ্দিকের সঙ্গে। ওই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। দুই মাস আগে প্রথম স্বামীকে তালাক না দিয়েই হঠাৎ একই এলাকার সাহাব উদ্দীনের ছেলে মো. কাজলকে বিয়ে করেন ওই নারী। কাজলের আগের সংসারে স্ত্রীসহ ২ মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।
এতে ওই নারীর স্বামীর সংখ্যা ২ জন। একজন মো. সিদ্দিক অন্যজন মো. কাজল।
এদিকে চরগাজী ইউনিয়নের নুরুল্লার সমাজ এলাকার লোকজন জানান, কাজল সাবেক ইউপি চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চুর নাম বিক্রি করে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। কথায় কথায় সাধারণ মানুষের গায়ে হাত তোলা, গালিগালাজ, মাদকাসক্তসহ নারীদের প্রেমের ফাঁদে ফেলেন। তার আচার আচরণ ও কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন কাজল।
সিদ্দিকের দাবি, কাজলের স্ত্রী, ছেলে ও মেয়ে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন।
কাজলের দাবি, আগের স্বামী সিদ্দিক কোনো খবর না নেওয়ায় তিনি ওই নারীকে বিয়ে করেছেন।
চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাছির উদ্দীন বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হচ্ছে।