বিচিত্র জগৎ ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের উত্তর কোনাওয়ে জেলায় এক ব্যক্তি স্ত্রীর বিশ্বাসঘাতকতার সমাধান করেছেন এক অনন্য উপজাতীয় রীতির মাধ্যমে। তোলাকি জনগোষ্ঠীর শতাব্দী প্রাচীন ‘মোওয়া সারাপু’ নামের এই রীতি অনুযায়ী, স্বামী তার স্ত্রীকে নগদ অর্থ ও একটি গরুর বিনিময়ে প্রেমিকের হাতে তুলে দেন—সম্প্রদায়ের শান্তি ও মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে।
স্থানীয় গণমাধ্যম ট্রিবিউননিউজ সুলট্রা জানায়, পুউডোম্বি গ্রামের বাসিন্দা এসআরএইচ পাঁচ বছর ধরে স্ত্রী এনএস-এর সঙ্গে বিবাহিত ছিলেন। কিন্তু সেপ্টেম্বরে তিনি স্ত্রীকে এক খনি কোম্পানির কর্মীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে স্থানীয় প্রবীণদের পরামর্শে তাঁরা মোওয়া সারাপু অনুষ্ঠানের মাধ্যমে বিচ্ছেদে সম্মত হন।
অনুষ্ঠানে আবেগপ্রবণ এসআরএইচ স্ত্রীর প্রেমিককে উদ্দেশ্য করে বলেন, “দয়া করে তাঁর ভালো যত্ন নেবেন। তিনি আমার সঙ্গে কখনও সুখে ছিলেন না।”
প্রেমিক প্রতীকীভাবে এসআরএইচ-কে একটি গরু, কাপড়, তামার পাত্র ও নগদ পাঁচ মিলিয়ন রুপি (প্রায় ২৬,০০০ টাকা) উপহার দেন। এরপর গ্রামের প্রধান ঘোষণা করেন, আনুষ্ঠানিকভাবে এসআরএইচ ও এনএস-এর বিবাহ বন্ধন শেষ।
এই ঘটনা ইন্দোনেশিয়া জুড়ে আলোড়ন তুলেছে, কারণ এটি দেখিয়েছে—রাগ ও প্রতিশোধের বদলে শান্তিপূর্ণ সাংস্কৃতিক উপায়ে সম্পর্কের অবসান ঘটানোর এক বিরল উদাহরণ।