রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ০৪:৩০:১২

একই সঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করলেন এক তরুণ

একই সঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করলেন এক তরুণ

বিচিত্র জগৎ ডেস্ক : অদ্ভুত এক প্রেমের গল্পের সাক্ষী হলো ভারতের কর্নাটক রাজ্য। একই সঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ। কর্নাটকের চিত্রদুর্গ জেলার হোরাপেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

২৫ বছর বয়সী ওই তরুণের নাম ওয়াসিম শেখ। তাঁর দুই নববধূ তথা দীর্ঘদিনের প্রিয় বান্ধবীর নাম শিফা শেখ এবং জন্নত মখন্দর।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজনের বন্ধুত্ব বহু বছরের। ওয়াসিমের সঙ্গে শিফা ও জন্নতের বন্ধুত্ব থেকে ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা। তিনজনই জানতেন একে অপরের অনুভূতি সম্পর্কে। তবে তাদের মধ্যে কখনোই দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি হয়নি। বরং তিনজনের সম্পর্ক আরও দৃঢ় হয় সময়ের সঙ্গে।

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় ওয়াসিমের সামনে এক কঠিন প্রশ্ন ছিল—দুই প্রিয় বান্ধবীর মধ্যে কাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবেন? শেষ পর্যন্ত তিনি মন ভাঙার পথে না গিয়ে একই মণ্ডপে দুই বান্ধবীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সেই বিয়ের অনুষ্ঠান। পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে রীতিমতো উৎসবের আমেজে সম্পন্ন হয় তাদের বিবাহ। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, তিনজনের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও সম্মান দেখে তাঁরা বিস্মিত হয়েছেন।

বিয়ের পর ওয়াসিম বলেন, “আমরা তিনজনই একে অপরকে ভালোবাসি, বুঝি ও সম্মান করি। বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাস নিয়েই আমাদের নতুন জীবন শুরু হলো।”

শিফা ও জন্নতও জানান, তাঁরা এই সিদ্ধান্তে খুশি এবং একে অপরের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সংসার চালিয়ে যেতে চান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে “ব্যক্তিগত স্বাধীনতা ও বোঝাপড়ার উদাহরণ” হিসেবে দেখছেন, আবার কেউ এই বিয়ে নিয়ে নৈতিক ও আইনি বিতর্কও তুলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে