মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ০৬:১০:৩৫

কুকুর হারিয়ে থানায় গিয়ে অভিযোগ, শহরজুড়ে মাইকিং

কুকুর হারিয়ে থানায় গিয়ে অভিযোগ, শহরজুড়ে মাইকিং

বিচিত্র জগৎ ডেস্ক : কিশোরগঞ্জ শহরের রাস্তায় ভেসে বেড়াচ্ছে এক করুণ ডাক। একটি কুকুর হারিয়ে গেছে, গায়ের রঙ কালো, গলায় সাদা পশম, গলায় বেল্ট পরানো। কেউ দেখে থাকলে দয়া করে ডিসি অফিসের নেজারত শাখায় খবর দিন।

কুকুর হারানোয় শহরজুড়ে মাইকিং করা, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু এ যেন কোনো সাধারণ কুকুর নয়, কোনো সাধারণ সম্পর্কও নয়। চার বছর ধরে সংসারের সদস্য হয়ে থাকা প্রিয় কুকুর ‘কালু’কে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকূল কান্তি তরফদার।

মানুষের সঙ্গে প্রাণের বন্ধন যে কতটা গভীর হতে পারে, তারই এক বাস্তব উদাহরণ এ ঘটনা। চার বছরের সঙ্গীকে হারিয়ে এখন দিন কাটছে অনুকূল কান্তি তরফদারের অপেক্ষায়, যদি একবার কালু ফিরে আসে।

জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয় কুকুরটি। দেশীয় জাতের এ কুকুরটির গায়ের রং কালো, আর গলার চারপাশে সাদা পশমের একটি বৃত্ত। হারানোর সময় গলায় ছিল একটি বেল্টও। কুকুরটির প্রতি মালিকের ভালোবাসা এমনই যে, হারানোর পরপরই তিনি থানায় গিয়ে অভিযোগ করেছেন এবং শহরজুড়ে মাইকিং শুরু করেছেন।

অনুকূল কান্তি তরফদার কালবেলাকে বলেন, কালুকে আমি শুধু কুকুর বলব না, ও আমার পরিবারের একজন সদস্য। চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন করেছি। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতাম।

তিনি আরও বলেন, শনিবার বিকেলে শহরের আলোরমেলা বাসা থেকে একটু হাঁটতে বের হই, সঙ্গে ছিল কালু। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হঠাৎই ওকে খুঁজে পেলাম না। সারারাত খুঁজেছি, কিন্তু পাইনি। পরিবারের সবাই এখন খুব মন খারাপ করে আছে।

অনুকূল কান্তি বলেন, কালু খুব শান্ত স্বভাবের কুকুর। হয়তো পথ হারিয়ে গেছে, হয়তো কারও ঘরে আশ্রয় নিয়েছে, তাই সবার কাছে অনুরোধ করছি, যদি কেউ ওকে দেখে থাকেন, দয়া করে খবর দিন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মালিকের পক্ষ থেকে কুকুর নিখোঁজের একটি অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে