শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:০২:৩৯

সিজার অপারেশনের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব

সিজার অপারেশনের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব

বিচিত্র জগৎ ডেস্ক : ফেনীতে এক গাভী গরুর সিজার অপারেশন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি খামারে এ সিজার অপারেশন করেন পশু চিকিৎসক ডা.জিয়া উদ্দিন ইব্রাহিম।

ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম জানান, লক্ষ্মীপুর গ্রামের খামারি দুলাল মিয়ার পালিত একটি গাভী গরু গত তিনদিন ধরে প্রসব বেদনা উঠলে স্থানীয় পশু চিকিৎসকদের নিয়ে বাড়িতে ডেলিভারির চেষ্টা করা হয়। এতে দীর্ঘ সময় ডেলিভারি না হওয়ায় আমাকে জানালে আমি গরুর কন্ডিশন দেখে বুঝতে পারি এ গরুর নরমাল ডেলিভারিতে সম্ভব নয়। তাই মালিক দুলাল মিয়ার অনুমতি নিয়ে সিজার অপারেশন করি। এখন বাছুর ও গাভী সুস্থ রয়েছে। গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ব হওয়ায় এমনটা হয়েছে।

খামারের মালিক দুলাল মিয়া জানান, তার খামারের একটি গাভী ৩দিন প্রসব বেদনা উঠলেও ডেলিভারি না হওয়ায় ডা. জিয়া উদ্দিন ইব্রাহিমকে খবর দিলে তিনি সিজার অপারেশনের মাধ্যমে গরুর বাচ্চা প্রসব করেন। সিজারে দুলাল মিয়ার ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে