বিচিত্র জগৎ ডেস্ক : ৩০ বছর পর এক ব্যক্তির পেট থেকে বের করা হলো সিগারেটে আগুন ধরানোর লাইটার। জরুরি গ্যাস্ট্রোস্কোপি করার পর চিকিৎসকরা ওই ব্যক্তির পেটে একটি ঘনক আকৃতির বস্তু দেখতে পান, যার গঠন পাকস্থলীর অ্যাসিডে বিকৃত হয়ে গিয়েছিল।
তবে বস্তুটির পৃষ্ঠ মসৃণ ও পিচ্ছিল হওয়ায় একাধিকবার চেষ্টা করেও সেটি বের করা সম্ভব হয়নি। এরপর চিকিৎসকরা বস্তুটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য অপসারণ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
যখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় পেটে থাকা এই আয়তাকার জিনিসটি কী হতে পারে, তখন তিনি নব্বইয়ের দশকের শুরুর দিকের একটি ঘটনার কথা মনে করেন। সে সময় বন্ধুদের সঙ্গে ম*দ্যপ অবস্থায় এক বাজিতে তিনি একটি প্লাস্টিকের লাইটার গিলে ফেলেছিলেন।
তিনি কখনোই বিষয়টি পরিবারের কাউকে জানাননি এবং ভেবেছিলেন লাইটারটি অনেক আগেই তার শরীর থেকে বেরিয়ে গেছে।
সেই মুহূর্তে তিনি গত কয়েক দশকে মাঝে মাঝে হওয়া অজানা পেটব্যথার ঘটনাগুলোর কথাও মনে করেন, যদিও কখনোই ভাবেননি যে এর কারণ হতে পারে ওই লাইটারটি, যা তিনি প্রায় ৩০ বছর আগে গিলে ফেলেছিলেন।
বস্তুটি যে একটি লাইটার তা নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা এটি অপসারণের একটি কৌশল নির্ধারণ করেন। লাইটারটিকে ঘিরে ধরে সফলভাবে বাইরে বের করে আনা হয়।
যদিও পাকস্থলীর অ্যাসিডে লাইটারটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও এর ভেতরে গ্যাস ছিল—এবং চিকিৎসকদের বিস্ময়ের বিষয়, লাইটারটি তখনও সচল ছিল! সূত্র- সামা