বিচিত্র জগৎ ডেস্ক : প্রেমিকা বা তার পরিবারকে মুগ্ধ করতে প্রেমিক কত পথই বেছে নেন। এবার ভারতের কেরালা রাজ্যের এক যুবক প্রেমিকার পরিবারকে মুগ্ধ করতে সড়ক দুর্ঘটনা বেছে নিয়েছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
সাহসিকতা ও দায়িত্ববোধ প্রদর্শনের এক ব্যর্থ চেষ্টায় কেরালার পাঠানমথিট্টা জেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্ত যুবকের যে নারীর সঙ্গে সম্পর্ক ছিল, তার পরিবারের কাছে নিজেকে নায়ক হিসেবে তুলে ধরতে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়েছিলেন।
ভারতের কেরালা রাজ্যের মাম্মুদুর বাসিন্দা অভিযুক্ত ২৪ বছর বয়সী রঞ্জিত রাজন এবং ১৯ বছর বয়সী আজাসকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শুরুতে তারা যেটিকে গুরুতর সড়ক দুর্ঘটনা হিসেবে জানিয়েছিল, সেটি আসলে পূর্বপরিকল্পিত ছিল।
পুলিশের তথ্য অনুসারে, যখন ওই নারী একটি স্কুটারে যাচ্ছিলেন। আজাস একটি গাড়িতে তাকে অনুসরণ করে পাঠানমথিট্টার কাছে ইচ্ছাকৃতভাবে স্কুটারটিতে ধাক্কা দেন, ফলে তিনি পড়ে যান।
আজাস ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে রঞ্জিত আরেকটি গাড়িতে এসে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় ওই নারীর ডান কবজি সরে যায় এবং একটি আঙুল ভেঙে যায়।
পুলিশ আরো জানিয়েছে, ঘটনাটি ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ঘটে। ঘটনার সময় রঞ্জিত স্থানীয় বাসিন্দাদের কাছে নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন।
তারা আরো জানায়, দুর্ঘটনাটি সাজানো হয়েছিল যাতে রঞ্জিত একজন সাহসী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পায়। যাতে ওই নারীর পরিবারের চোখে তিনি নিজেকে নায়ক হিসেবে তুলে ধরতে পারেন।
পরিকল্পনাটি এমনভাবে করা হয়েছিল যাতে ঘটনাটি সত্যি বলে মনে হয়, ফলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয় এবং জরুরি সেবার ব্যবস্থা নিতে হয়েছে।
এ ঘটনায় অপ্রয়োজনীয় জন-আতঙ্ক সৃষ্টি ও জরুরি পরিষেবার সম্পদ অপচয় ও কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উভয় অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়।
অভিযুক্তদের স্থানীয় আদালতে হাজির করা হয়েছে এবং অন্য কেউ জড়িত ছিল কি না তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।