বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৯:০১

পরস্পরকে দেখে কেবল হাতই নাড়লেন!

পরস্পরকে দেখে কেবল হাতই নাড়লেন!

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের বৈঠকে মুখোমুখি দেখা হলে তারা হাত মেলাবেন কি না, তা নিয়ে তুমুল জল্পনা ছিলই। সে সব নস্যাৎ করে সোমবার কেবল পরস্পরকে দেখে হাত নাড়লেন নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরিফ। সিসিটিভি ক্যামেরায় তার ফুটেজ ধরা থাকলেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের দাবি, এমন কিছু ঘটেনি!

বৈঠকে প্রধানমন্ত্রী এবং নওয়াজ শরিফ একটা অশ্বক্ষুরাকৃতি টেবিলে পরস্পরের উল্টো দিকে বসেছিলেন। ঘরে প্রথমে ঢুকেছিলেন মোদি, তার একটু পরেই আসেন নওয়াজ। তিনিই প্রথম মোদিকে দেখে হাত নাড়েন। মোদিও প্রত্যুত্তরে হাত নাড়েন শরিফকে দেখে। একটু পরে আবার মোদিকে সৌজন্যের হাসি নিয়ে শরিফের দিকে হাত নাড়তে দেখা যায়।

এ বারের বিদেশ সফরে একই হোটেলে উঠলেও নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরিফের এক বারও দেখা হয়নি। তবে, দেখা হওয়ার সম্ভাবনার সূত্র ধরে জল্পনা চলছিল, দুই দেশের প্রধানমন্ত্রী এ যাত্রা নিজেদের মধ্যে কথা বলে ভারত-পাকিস্তানের মধ্যে চলতে থাকা মনোমালিন্য মিটিয়ে নেবেন কি না! পররাষ্ট্র মন্ত্রনালয় অবশ্য আগেভাগেই জানিয়ে দেয়, সে সবের কোনও সম্ভাবনা নেই। পাকিস্তানের তরফেও জানানো হয়, তারা ‘সালাম দোয়া’-র বেশি এ বারের বৈঠকে অন্য কিছু প্রত্যাশা করছেন না ভারতের তরফে।

পাকিস্তান অবশ্য সন্ত্রাস দমনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বারাক ওবামা, ডেভিড ক্যামেরন এবং ফাঁসোয়া ওঁলাদের কথোপকথনে সবাইকে বিস্মিত করেই হাজিরা দিয়েছে। এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি বলেন, “বৈঠকে পাকিস্তানকে নিয়ে সরাসরি কথা হয়েছে। আমাদের বক্তব্য একটাই, সন্ত্রাস দমন করতে গেলে সব দেশকেই সমান ভূমিকা পালন করতে হবে!”

৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে