বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:২৩:৪৬

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ, দুইয়ে বাবর আজম, শীর্ষে যিনি

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ, দুইয়ে বাবর আজম, শীর্ষে যিনি

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। দলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ফাইনাল ম্যাচে খেলেছেন ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। সেই পারফরম্যান্সের কারণেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক।

বুধবার (১২ মার্চ) আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের আরেক ব্যাটার শুভমান গিল। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের এই ব্যাটার এখন নাম্বার ওয়ান। দুইয়ে আছেন পাকিস্তানের বাবর আজম।

দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন আছেন র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। বিরাট কোহলি আছেন পঞ্চম স্থানে। এই ব্যাটসম্যানই পিছিয়েছেন এক ধাপ করে। এক ধাপ এগিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তিনি উঠে এসেছেন ৬ নম্বরে।

এদিকে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের আরেক ব্যাটার রাচিন বরীন্দ্র। ১৪ ধাপ এগিয়ে তার অবস্থান র‌্যাঙ্কিংয়ের ৭ম স্থানে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত সব ফিল্ডিং করে নজর কেড়েছেন গ্লেন ফিলিপস। র‌্যাঙ্কিংয়ে তিনিও এগিয়েছেন ৬ ধাপ, উঠে এসেছেন ২৪ নম্বরে।

কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারও বড় লাফ দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট নেওয়া এই ক্রিকেটার এগিয়েছেন ৬ ধাপ, ওডিআই বোলিং র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন দুই নম্বরে। এই তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মহীশ থিকশানা।

মাইকেল ব্রেসওয়েল এগিয়েছেন ১০ ধাপ, জায়গা করে নিয়েছন ১৮ নম্বরে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি ফাইনালে না থাকায় একটু পিছিয়েছেন। তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে এসেছেন এই পেসার।

টুর্নামেন্টে ৭ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব এগিয়েছেন তিন ধাপ, উঠে এসেছেন ৩ নম্বরে। আরেক বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাও এগিয়েছেন ৩ ধাপ, উঠেছেন ১০ নম্বরে। অন্যদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে