আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকারি কারাগারে অন্তত ১৮ হাজার কারাবন্দিকে হত্যা করেছে বলে
দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি।
২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এসব বন্দিকে হত্যা করা হয়। বন্দিদের মারধর ও অনৈতিককাজের অভিযোগ পাওয়া গেছে বলে অ্যামনেস্টির দাবি।
বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তাদের সংগ্রহ করা তথ্যের মধ্যে নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া ৬৫ জনের সাক্ষাৎকার রয়েছে। তারা বন্দিশালায় নিপীড়নের বর্ণনা দিয়েছেন।
কারাবন্দিদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। তবে সিরিয়ার সরকার বরাবর এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
'ইট ব্রেকস দ্য হিউম্যান: টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়াস প্রিজনস' শীর্ষক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করে অ্যামনেস্টি।
অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, সিরিয়াজুড়ে সরকারি কারাগারগুলোতে ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এ হিসাব অনুযায়ী কারাগারগুলোতে প্রতিদিন গড়ে ১০ বন্দির মৃত্যু হয়েছে, যা প্রতি মাসের হিসাব অনুযায়ী দাঁড়ায় ৩০০ জন বা তারও বেশি। ২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়।
সিরীয় সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ আলোচনার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
সিরিয়া সমস্যা নিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি এ আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম