আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় বিমান এয়ারল্যান্ডার ১০ প্লাস অবশেষে সাফল্যের সঙ্গে আকাশে উড়ে মাটিতে অবতরণ করল। চারদিন আগে আরো একবার চেষ্টা করা হয়েছিল এই আকাশযানটিকে চালানোর জন্যে, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জন্যে সেটা সম্ভব হয়নি।
এয়ারল্যান্ডার ১০ প্লাস, মূলত অর্ধেকটা বিমান এবং অর্ধেকটা এয়ারশিপের মতো দেখতে। আকাশে এই বিশেষ বিমানের সফল যাত্রা উপভোগ করতে মধ্য ইংল্যান্ডের কার্ডিংটনের এয়ারফিল্ডে বহু মানুষ এসেছিল।
তবে এই ধরনের বৃহৎ বিমান ৮৫ বছর আগে আরো একবার আকাশে ওড়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ‘আর১০১’ নামের ওই বড় বিমানটি একই এয়ারফিল্ড থেকে আকাশে উড়লেও, অবতরণের আগেই ভেঙে পড়ে। ১৯৩০ সালে অক্টোবরে একই এয়ারফিল্ড থেকে উড়ে যায় সেই বৃহৎ বিমান। ওই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছিল। এর ফলে ব্রিটেন এয়ারশিপ তৈরি করা বন্ধ করে দেয়।
এই বিশেষ আকাশযানটি মূলত মার্কিন সেনাবাহিনীর নজরদারি বিমান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৯২ মিটার লম্বা এয়ারল্যান্ডার ১০ প্লাস ব্যবসায়িক কাজেও ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
এই বিশেষ আকাশযানের প্রস্তুতকারক সংস্থা হাইব্রিড এয়ার ভেহিকেল ব্রিটেনের থেকে ৩.৭ মিলিয়ন মার্কিন ডলার অনুদানও পেয়েছে।
এয়ারল্যান্ডার ১০ প্লাস আকাশে ৪,৮৮০ মিটার উচ্চতা ও প্রতি ঘন্টায় ১৪৮ কিমি স্পিডে উড়তে পারে। এই আকাশযানের প্রস্তুতকারক সংস্থার দাবি, এই বৃহৎ বিমানটি হেলিকপ্টারের চেয়ে অনেক বেশি সস্তা ও দূষণও কম ছড়ায়।
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই