আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়! কন্যাশ্রী প্রকল্পের জন্মদিনের মঞ্চে একথাই বললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের তৃতীয় জন্মদিন পালিত হয়। সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করেন, আমাদের প্রধানমন্ত্রী কে? উত্তরে সবাই যখন বলছেন নরেন্দ্র মোদির নাম, তখন হঠাৎই অমিত মিত্র বলে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এর পরেই কয়েক মুহূর্তের জন্য গোটা স্টেডিয়াম চুপ হয়ে যায়।
মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা, কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায় ও অন্য বিশিষ্ট শিল্পীরা। কিন্তু, কেউ অমিত মিত্রের ভুল শুধরে দিলেন না। সরকারি মঞ্চ ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অ্যাজেন্ডা কীভাবে অমিত মিত্র প্রকাশ করলেন, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। কীভাবে স্কুলের ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের সামনে এত বড় একটা ভুল বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর জন্মদিনে কেন নিজে তিনি এলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, আজ রবিবার হওয়ার কারণেই মুখ্যমন্ত্রী আসেননি। তবে, তিনি উপস্থিত না থাকায় ছাত্রছাত্রীরা যে যথেষ্ট হতাশ, তা বোঝা গেছে তাদের সঙ্গে কথা বলেই।
১৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই