রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১০:০৩:১০

বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় তুরস্কে নিহত ৩০, আহত ৯৪

বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় তুরস্কে নিহত ৩০, আহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৯৪ জন।

এটিকে ‌‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার এবং আত্মঘাতী এক হামলাকারী হামলাটি চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।

সিরিয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার। উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠবো।

শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস রয়েছে। বিয়ের অনুষ্ঠানটি রাস্তায়ও ছড়িয়ে পড়ে, এমন সময় বোমা বিস্ফোরনের শব্দটি শহরের সকল প্রান্ত থেকে শোনা যায়।

ইস্তাম্বুল থেকে বিবিসির মার্ক লোয়েন জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন গোষ্ঠি হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারী কিছু সূত্র বলছে যে হামলাটি চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট।

গাজিয়ানটেপে আইএস গোষ্ঠির সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।

গতবছর থেকে তুরস্কে আইএস গোষ্ঠি ও কুর্দি জঙ্গিগোষ্ঠিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।
২১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে