আন্তর্জাতিক ডেস্ক: সাড়ে নয় কোটি ডলার মূল্যের ৭ লাখ ৬০ হাজার স্টক শেয়ার বিক্রি করেছেন মার্ক জাকারবার্গ। মানব কল্যাণে তহবিল গঠনের জন্য এই শেয়ার বিক্রি করেছেন তিনি।
প্রতিটি শেয়ার ১২২ ডলার ৮৫ সেন্ট থেকে ১২৪ ডলার ৩১ সেন্টে বিক্রি করা হয়েছে। শেয়ার বিক্রির এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ইনিশিয়েটিভ হোল্ডিংস ও চ্যান জাকারবার্গ ফাউন্ডেশন।
জানা গেছে, জাকারবার্গের এ ধরণের আরও শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান সংক্রান্ত সমস্যা সমাধানে তহবিল গঠনের জন্য এই শেয়ার বিক্রি করা হবে।
সন্তান ম্যাক্সিমার জন্মের পর মার্ক জাকারর্বাগ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদের জীবদ্দশাতেই মোট সম্পদের ৯৯ শতাংশ দান করার অঙ্গীকার করেছিলেন। ডিসেম্বরে ওই অঙ্গীকার করার সময় সাড়ে ৪ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ তাদের মালিকানাধীন ছিল। এ কয় মাসে ফেসবুকের শেয়ার মূল্য বেড়েছে ১৫ শতাংশের বেশি।
২১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস