আন্তর্জাতিক ডেস্ক : বৃদ্ধের ছদ্মবেশ নেয়া এক পলাতক অপরাধীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পুলিশ।
দক্ষিণ ইয়ারমাউথ শহরে পলাতক শন মিলারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৩১ বছর বয়স্ক মি. মিলার বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু স্থানীয় পুলিশের চোখে তার এই ছদ্মবেশ ধরা পড়ে যায়।
নেশাদ্রব্য চোরাচালানের দায়ে গত এপ্রিলে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে তিনি পলাতক ছিলেন। বাড়ি তল্লাশির পর পুলিশ তার বাড়ির ময়লা কাপড়ের ঝুড়িতে দুটি অস্ত্র এবং প্রায় নগদ ৩০ হাজার ডলার খুঁজে পায়।
অ্যালকোহল তামাক এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, একটি অপরাধচক্রের সাথে জড়িত মি. মিলারসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।-বিবিসি
২০ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই