রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৫:১৭:৫০

জনমত সমীক্ষায় আট শতাংশ এগিয়ে হিলারি ক্লিনটন

জনমত সমীক্ষায় আট শতাংশ এগিয়ে হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং জনমত গবেষক সংস্থা ইপসসের করা সমীক্ষা অনুসারে আট শতাংশ ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী।

শুক্রবার ইপসস এবং রয়টার্সের করা সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে মার্কিন নাগরিকদের শতকরা ৪২ভাগ সমর্থন রয়েছে সাবেক বিদেশ সচিব হিলারির পক্ষে। অন্যদিকে ৩৪ শতাংশ জনসমর্থন পেতে চলেছেন ব্যবসায়ী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। গত ১৪ থেকে ১৮-ই অগাস্ট পর্যন্ত চালানো ওই সমীক্ষায় ২৩ শতাংশ মানুষের কোনো প্রার্থীকেই পছন্দ হয় নি।
২০ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে