রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৭:১৫:৩৬

উত্তর কোরিয়ার পরমাণু হামলার ভয়ে কাঁপছে আমেরিকা!

উত্তর কোরিয়ার পরমাণু হামলার ভয়ে কাঁপছে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পরমাণু বোমা আমেরিকার জন্য ক্রমশ হুমকি হয়ে দেখা দিচ্ছে। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির নাটকীয় অগ্রগতির কারণে পরমাণু বোমা হামলার বিষয়টি এখন আর তাত্ত্বিক নয় বরং বাস্তব হুমকি হয়ে উঠেছে বলে মনে করছে মার্কিন সরকার। উত্তর কোরিয়ার দীর্ঘ এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষেত্রে সফল পরীক্ষা এমন হুমকি সৃষ্টি করেছে। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মার্কিন গোয়েন্দাদের একটি সূত্রকে ‘কোট’ করে এই খবর করেছে।

পরমাণু হামলার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়া আগের তুলনায় অনেক খোলামেলা হয়েছে। এ সব বিষয়ে একাধিক পরীক্ষা চালাচ্ছে দেশটি। এছাড়া, পরীক্ষার ক্ষেত্রে ব্যর্থতার কথাও খোলামেলা ভাবেই তুলে ধরছে। এতে কোনো রাখঢাকের তোয়াক্কা আর করছে না। এরইমধ্যে ক্ষেপণাস্ত্রতে বসানোর উপযোগী ছোট ও হালকা পরমাণু বোমা বানাতে সফল হয়েছে উত্তর কোরিয়া। সব মিলিয়ে উত্তর কোরিয়া এখন আমেরিকা ও তার মিত্রদের জন্য বাস্তব হুমকি হয়ে দেখা দিয়েছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো।

অন্যদিকে, উত্তর কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন পুনরায় শুরু করেছে। পাশাপাশি হালকা এবং নানামুখী পরমাণু বোমা নির্মাণে এরই মধ্যে সফল হয়েছে বলে জাপানের কিয়োদো বার্তা সংস্থার খবর প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে যেভাবে উত্তর কোরিয়া ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিজেদের তাতে আমেরিকার ভয় পাওয়া যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করছে সামরিক পর্যবেক্ষণরা।-কলকাতা
২০ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে