রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১০:১৭:০৯

একদিনে ৩৬ 'জঙ্গি'কে ফাঁসি দিল ইরাক

একদিনে ৩৬ 'জঙ্গি'কে ফাঁসি দিল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক : একদিনে ৩৬ জন জঙ্গিকে ফাঁসিতে ঝোলাল ইরাক। ২০১৪ সালে ইরাকের বিমানবাহিনীর ঘাঁটিতে আইএস-এর হামলায় মৃত্যু হয় প্রায় দেড় হাজারেরও বেশি মানুষের। সেই গণহত্যায় গ্রেফতারকৃত অপরাধীদের রবিবার ফাঁসি দিল ইরাক সরকার। গণহত্যার তিক্ত ইতিহাসে ২০১৪ সালে ইরাকের ওই হামলা অন্যতম নৃশংস।

৩৬ জনকেই একই সঙ্গে ফাঁসিকাঠে ঝোলানো হয়। প্রত্যেকেই জঙ্গি সংগঠন আইএস-এর সদস্য। ২০১৪ সালের তিকরিকে ইরাকি বিমানবাহিনীর ঘাঁটিতে প্রায় ১৭০০ জনকে প্রথমে অপহরণ করে জঙ্গিরা। তারপর তাদের হাত-পা বেঁধে সারি ভাবে শুইয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয়।

ইরাক প্রশাসন সূত্রের খবর, ইরাকের ধিকার প্রদেশে নাসিরিয়া জেলে ফাঁসি দেয়া হয় ৩৬ জনকে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি নির্দেশ দিয়েছেন, যে কোনো জঙ্গি কার্যকলাপে দোষী প্রমাণিত হলে, তাদের মৃত্যুদণ্ডই দেয়া হবে। যদিও ইরাকি প্রধানমন্ত্রীর এই ভাবে দ্রুত ফাঁসি দেয়ার নির্দেশের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। এই হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলিও।-টাইমস অফ ইন্ডিয়া
২১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে