রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১১:১০:১২

টিভি দেখতে ঘ্যানঘ্যান, ৪ মাসের কন্যাকে ২২ ঘুষিতে মেরে ফেললেন বাবা

টিভি দেখতে ঘ্যানঘ্যান, ৪ মাসের কন্যাকে ২২ ঘুষিতে মেরে ফেললেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক : টিভি দেখছিলেন বাবা।  সেই সময় চিত্‍‌কার করছিল তার ৪ মাসের কন্যা।  বিরক্ত হয়ে তার ওপর আছড়ে পড়লেন তার বাবা।  একের পর এক ঘুষি।  ২২টি ঘুষিতে চিরতরে চুপ করিয়ে দিলেন সন্তানকে।  এ মর্মান্তিক ঘটনার সাক্ষী আমেরিকা।

শিকাগোর মিনেপলিসের বাসিন্দা ২১ বছরের করি মরিস।  ১৩ অাগস্ট তিনি ঘরে একা বসে টিভি দেখছিলেন।  তখনই খুব ঘ্যানঘ্যান করছিল তার চার মাসের মেয়ে এমারসিন।

বিরক্ত হয়ে শিশুটিকে শোবার ঘরে একটি টেবিলে শুইয়ে দেন তিনি।  তখনও এমারসিন চিত্‍‌কার করে চলায় রেগে গিয়ে তাকে উপর্যুপরি ঘুষি চালাতে থাকেন মরিস।

খুব কাছ থেকে ছোট্ট শিশুটির মুখে ১৭ বার আর বুকে ৫ বার সজোরে ঘুষি চালান বাবা।  সঙ্গে সঙ্গেই শিশুটির মৃত্যু হয়।

এরপর মা ও গার্লফ্রেন্ডকে ডেকে তিনি জানান মেয়ের মৃত্যুর কথা।  তবে কীভাবে সে মারা গেছে সে বিষয়ে তখন তাদের কিছু না জানলেও পরে নিজেই পুলিশে ফোন করে স্বীকার করে নেন যে, তিনিই তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন।

মরিসের গার্লফ্রেন্ড কাজে বেরোলে বাচ্চাটি থাকত তার বাবার তত্ত্বাবধানে।  প্রতি সপ্তাহে দু-তিন বার এমন ঘটনা ঘটত।  তবে তাতেই মরিস রীতিমতো বিরক্ত হয়ে যেতেন বলে অভিযোগ।  মরিসের মানসিক সমস্যাও থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে