আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ১০ জন৷ রবিবার ঘটনাটি ঘটে পূর্ব আফ্রিকার এই দেশের একটি সরকারি ভবনের সামনে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতের তালিকায় সাধারণ নাগরিক, নিরাপত্তাকর্মী সকলেই রয়েছে৷ সোমালিয়ার এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, দুটি গাড়ি বোমাই ছিল আসলে আত্মঘাতী বোমা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তাঁরা পর পর দুটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান৷ স্থানীয় এক নারী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুটি গাড়ি বোমার মধ্যে একটি ছিল ট্রাক এবং অপরটি মোটরগাড়ি৷ ওই নারীর মন্তব্য, ‘এই বিস্ফোরণে আমার ভাইও গুরুতর জখম হয়েছে।’-কলকাতা
২২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/সবুজ/এসএ