আন্তর্জাতিক ডেস্ক : এতোদিন শুনে এসেছেন ‘শ্বশুরবাড়ি মধুর হাড়ি’। কিন্তু এবার একটু ভিন্ন কিছু শুনবেন। সবার ভাগ্যে মনে হয় মধুর হাড়ি জোটে না। কারো কারো জন্য বিষ! শনিবার রাতে তেমনি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতার সার্ভে পার্ক থানার সন্তোষপুর জোড়া ব্রিজ এলাকায়। শ্বশুরবাড়ি গিয়ে চা খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামাই।
পরিবারের অভিযোগ খুন করা হয়েছে সুরেশ নাইয়া নামে ওই যুবককে। এমনকি রোববার সকাল পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা সেই খবর চেপেও রেখেছিল বলেও অভিযোগ উঠেছে।
থানা সূত্রের খবর, পূর্ব যাদবপুর থানা এলাকার কালিপোতার বাসিন্দা সুরেশ গতকাল (শনিবার) রাত ৯টা নাগাদ সার্ভে পার্ক এলাকায় শ্বশুর বাড়িতে যান। সেখানেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনায় মৃতের স্ত্রী, শ্বাশুড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সকালের দিকে উত্তেজনারও সৃষ্টি হয় এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
২২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস