আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ইসলমা ধর্মকে অবমাননা করার অভিযোগে মালয়েশিয়ার পুলিশ সে দেশের জনপ্রিয় এক বিতর্কিত এক গায়ককে গ্রেফতার করেছে। উই মেং চি ওরফে নেমউই নামের ঐ গায়ককে রবিবার আটক করা হয়।
গত জুলাইয়ে প্রথম ‘ওহ মাই গড’ শিরোনামের গানটি মুক্তি পায়। ভিডিওটি উইকে ও অন্যান্য র্যাপারদের মালয়েশিয়ার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে গান গাইতে দেখা যায়।
উই বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর কথাই তিনি তার গানে বলেছেন।
মান্দারিন চাইনিজ ভাষায় গান গেয়ে থাকেন উই। পাঁচ বছর আগে জনপ্রিয়তা পান তিনি। তাইওয়ান ও চীনেও বেশ জনপ্রিয় তিনি।
পুলিশ বলেছে, কয়েকটি এনজিও উইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে। চলতি মাসের শুরুতে পুলিশ জানিয়েছিল, তারা ‘ওহ মাই গড’ ভিডিওটি নিয়ে তদন্ত করছে।
ভিডিওতে নেমউই ও আরো তিনজনকে বৌদ্ধ ও তাওইস্ট মন্দির, চার্চের ভেতর ও মসজিদের বাইরে গান গাইতে ও নাচতে দেখা যায়।
এরপর নতুন করে গত ২০ আগস্ট ঐ গানটি নতুন করে প্রকাশ করা হয়। সেখানে মসজিদের বাইরের দৃশ্যটি ফেলে দেয়া হয়।
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম