সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১২:৫৬:০৮

বসের পোস্টে ‘লাইক’ না দেওয়ায় জরিমানা!

বসের পোস্টে ‘লাইক’ না দেওয়ায় জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন চীনের একটি ট্রাভেল কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু এতে প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তাই 'লাইক' দেননি বা কোনও ধরনের মন্তব্য করেননি। আর তাতেই ঘটেছে বিপত্তি। এই অপরাধের কারণে অনেক কর্মকর্তাকে গুনতে হয়েছে জরিমানার টাকা। ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে।

জিনানে একটি ট্রাভেল কোম্পানির প্রায় ২০০ কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে। বেইজিং ইয়ুথ ডেইলি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং অ্যাকাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন। কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোনও ধরনের অংশগ্রহণ করেননি তাদের দেওয়া হয়েছে এই জরিমানার শাস্তি। -বিবিসি
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে