আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করার অভিযোগে আটক করা হলো বালোচ নেতাদের। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই তথ্য জানা গিয়েছে।
পাকিস্তানে গ্রেফতার করা হলো একাধিক বালোচ নেতাকে। সূত্রের খবর গ্রেফতারকৃতরা ১৫ অগাস্টে নরেন্দ্র মোদির বালোচ সংক্রান্ত মন্তব্যকে সমর্থন জানিয়েছিলেন। এরপরই তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিসট্রিক্ট পুলিশ অফিসার খুদজার মুহাম্মদ আসরাফ জাতক।
বালোচের বিচ্ছিন্নতাবাদী নেতা ব্রহ্মদাগ বুগতি, হরবিয়ার মারি, বানুক করিমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের অভিযোগ হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বালোচের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পরও তারা কেন মোদিকে সমর্থন করেছিলেন। আজ ২২ আগস্ট সোমবার পাক সংবাদপত্র ‘ডন’-এ এই খবর প্রকাশিত হয়েছে।
স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বালোচিস্তানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গত কয়েকদিনে বালোচিস্তান, গিলগিট-বালতিস্তানের মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিযোগ, ওই নেতারা মোদিকে পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলতে উৎসাহ যুগিয়েছিলেন। মোদির এই মন্তব্যের জেরে বালোচিস্তানে নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে বলেও অভিযোগ।
বহু মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কোয়েটা, ডেরা বুগতি সহ একাধিক এলাকায়। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি গত সপ্তাহে মোদির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বালোচিস্তানের অশান্তিকে পূর্ণ সমর্থন করছে ভারত।’ বুগতি ভারত থেকে টাকা পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
২২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই