আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত বাইক থেকে ৫ লক্ষ টাকা চুরি হলো মাত্র ৩ সেকেন্ডে! এর চেয়ে দ্রুত কোনো চুরির ঘটনা মনে করতে পারছেন না দুঁদে পুলিশ অফিসাররাও। ৩ সেকেন্ডের সেই অবাক করা চুরি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ভারতের গুজরাটে সুরাতের মনগধ এলাকায় মিনি বাজার রোডে গত শুক্রবার এই ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় চুরির ছবি ধরা পড়লেও চোরকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ।
গুজরাটের কাতারগামের বাসিন্দা পরেশ সিয়ানি নিজের মোটরবাইকে করে মিনি বাজারের কাছে ব্যবসা সংক্রান্ত একটি ঋণ আদায় করার জন্য পাঁচ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন। একটি কালো পলিথিন ব্যাগের মধ্যে ছিল টাকা। বাইকের পাশে আটকানো লাগেজ ব্যাগের মধ্যে রাখা ছিল। শুক্রবার সকাল ৭টা দিকে মনগধ চক পেরনোর সময় জ্যামে আটকে পড়েম প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত পরেশ। জ্যামের মধ্যে খুব আস্তে বাইক চালাচ্ছিলেন তিনি। ঠিক এই সময় পাশ থেকে এক ব্যক্তি হেঁটে এসে ক্ষিপ্র গতিতে কালো পলিথিনের ব্যাগ উঠিয়ে নিয়ে চলে যায়।
পুরো ঘটনাটা এত দ্রুত ও নিপুণ হাতে সম্পন্ন হয় যে শুধু পরেশ নয়, কিছুই খেয়াল করেন না তার পেছনে জ্যামে আটকে থাকা অন্য গাড়ির যাত্রীরাও। গন্তব্যে পৌঁছার পরই টাকা চুরির হয়ে যাওয়ার কথা জানতে পারেন পরেশ। পরেরদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। ওই রাস্তার সেই সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মাত্র ৩ সেকেন্ডের ওই চুরি দেখতে পায় পুলিশ। তবে চোরকে এখনো চিহ্নিত করা যায়নি।
২২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই