আন্তর্জাতি ডেস্ক : ভারতে লুকিয়ে রয়েছে তুরস্কের সেনা অভ্যুত্থানের জন্য দায়ী ফেতুল্লা গুলেন সন্ত্রাসবাদী গোষ্ঠীর লোকজন। তারা লুকিয়ে ভারতে ঢুকেছে বলে দাবি করেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসোগলু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে এমনটা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট তায়িপ এরদোগানকে উৎখাত করার লক্ষ্যে গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থান হয় তুরস্কে।
ধর্মীয় নেতা গুলেনের দিকেই গত মাসের সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য আঙুল তুলেছিলেন এরদোগান। যেসব দেশে এফইটিও-র উপস্থিতি আছে, সেসব দেশকে অবিলম্বে ওই সন্ত্রাসীদের বিতাড়িত করার অনুরোধ জানান তিনি। যে কোনো ধরন, চেহারার সন্ত্রাসবাদই ভারত ও তুরস্ক-উভয়ের সামনে বিপদ বলে উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিপদের ব্যাপারে পারস্পরিক তথ্যের আদানপ্রদান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা ও জোট বাঁধার প্রয়োজন আছে। তুরস্ক ও ভারতের নজর রয়েছে এ ব্যাপারেই, বলেন তিনি।
এদিকে ক্যাভুসোগলুর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, তুরস্কের উদ্বেগের ব্যাপারে ভারত ‘সংবেদনশীল’। বেআইনি কার্যকলাপ চালিয়ে যাওয়া গুলেন সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত সংস্থাগুলি বন্ধ করে দিতে আঙ্কারার দাবি ‘খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মাসের সেনা অভ্যুত্থানের সময় ২৪০ জনের বেশি প্রাণ হারান। ১৫০০-র বেশি আহত হন।
২২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই