আন্তর্জাতিক ডেস্ক : যে কোনো সময়ে জাপানে আছড়ে পড়তে পারে শক্তিশালী টাইফুন। আর সেই জন্যই টোকিও-র এয়ারপোর্টে উড়তে পারল না অন্তত ৪০০ বিমান। জোরালো হাওয়ার জন্যই বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা।
আজ সোমবার এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা। রাজধানী টোকিও থেকে ঝড় ক্রমশ এগিয়ে যাবে উত্তরে তোহোকু-র দিকে। জাপানের আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই সতর্কবার্তা দেয়া হয়েছে। এই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এরপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় এগিয়ে যাবে উত্তরের দিকে। মিয়াকে দ্বীপের দিক থেকে এগিয়ে আসছে এই ঝড়। ওই দ্বীপে প্রায় ২৬,০০০ মানুষ বাস করেন। তারা কেউ মৎস্যজীবী, কেউ কৃষিজীবী। এখনো পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টোকিওতে ধসের আগাম সতর্কতাও দেয়া হয়েছে।
এই সতর্কবার্তার কারণে দেশ জুড়ে বাতিল করা হয়েছে ৩৮৭ টি বিমান। বেশিরভাগই টোকিও-র হানেদা এয়ারপোর্ট থেকে ওড়ার কথা ছিল। জাপান এয়ারলাইন বাতিল করেছে ১৪৫টি বিমান। যার কারণে অসুবিধায় পড়েছে ২৬,৯১০ জন যাত্রী। অন্যদিকে, আল নিপ্পন এয়ারওয়েজ ৯৬টি বিমান বাতিল করেছে, যাদের যাত্রীসংখ্যা ছিল ২১,৩০০জন। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। চলছে সুপার ফাস্ট বুলেট ট্রেনও।
২২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই