আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের মাটি ব্যবহার করে ভারত-বিরোধী কাজ করতে পারবে না সন্ত্রাসবাদীরা৷ সোমবার মায়ানমার সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আশ্বস্ত করলেন সেদেশের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি৷
এদিন সুষমা স্বরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন সুচি৷ দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে সীমান্ত সন্ত্রাসের কথা৷ সুচির বলেন, তাদের ভূমি ব্যবহার করে সন্ত্রাসীদের ভারত-বিরোধী কাজ করতে দেবে না মায়ানমার সরকার৷ পাশাপাশি মায়ানমারের নবগঠিত সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন সুষমা৷
উল্লেখ্য, সামরিক জান্তা শাসনের অবসানের পর এই প্রথম দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হলো।
২২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই