সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১০:২২:৩৫

কাশ্মীরে নিহতদের বিষয়ে যা বললেন মোদি

কাশ্মীরে নিহতদের বিষয়ে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গণতান্ত্রিক পরিকাঠামোয় আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করলেন তিনি৷

সোমবার জম্মু-কাশ্মীরের বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন নমো৷ তিনি বলেন, যারা হিংসায় প্রাণ হারিয়েছেন তারা আমাদেরই একজন৷ দেশের যুবকই হোক বা নিরাপত্তাকর্মী, এই মৃত্যু যন্ত্রণাদায়ক৷ মোদি আরো বলেন, কেন্দ্রের সরকার জম্মু-কাশ্মীরের মানুষের পাশে আছে৷ প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই উপত্যকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেয়া উচিত৷

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা৷ গত ৪৪ দিন ধরে অশান্ত উপত্যকা৷ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্তি চলছে৷ মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের৷ আহত কয়েক হাজার মানুষ৷ কাশ্মীরের পরিস্থিতি দিল্লির কাছে তুলে ধরার পরই উদ্বেগ প্রকাশ করেন মোদি৷ এই ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি৷ মোদি বলেন, ‘এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন৷ গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যেই তা করতে হবে৷’

উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন বিরোধী ন্যাশনাল কনফারেন্সের নেতারা৷ জম্মু-কাশ্মীর ইস্যুতে একটি স্মারকলিপিও জমা দেন তারা৷
২২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে