মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৬:৩০:৩১

যুদ্ধের সম্ভাবনায় ভারতকে সতর্ক করলো চীন

যুদ্ধের সম্ভাবনায় ভারতকে সতর্ক করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ পরিস্থিতি তৈরি করা চেষ্টা করছে ভারত, এই অভিযোগ এনে ভারতকে সতর্ক করল চীন৷ সম্প্রতি অরুণাচল সীমান্তে ভারতের মিসাইল মজুত করা নিয়ে চীনের সামরিক মুখপত্র্রে প্রকাশিত হল এই সতর্কবার্তা৷

ভারতের বিভিন্ন সীমান্তে লাল ফৌজের হানাদারি রুখতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে চীন৷ অরুণাচল সীমান্তে মজুত করা হয়েছে মিসাইল ব্রহ্মস৷ ভারতীয় সেনার এই পদক্ষেপ নিয়েই কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন৷ তাদের অভিযোগ, স্রেফ আত্মরক্ষার জন্য ভারত এ কাজ করছে না৷ সীমান্ত নিয়ে ভারতের এই পদক্ষেপ আসলে দুই দেশের মধ্যে যুদ্ধ সম্ভাবনাকেই উসকে দিচ্ছে৷ সীমান্তে ভারতের মিসাইল মজুত শুধু আত্মরক্ষার জন্য নয়, সে প্রয়োজনকেও ছাপিয়ে তা চীনের কাছে মারাত্মক একটি বার্তা- এই মর্মেই বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে মুখপাত্র৷ এর ফলে চীন যে সীমান্তে সামরিক শক্তি নিয়োগ করতে বাধ্য হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷

চীনের এই হুঁশিয়ারি অবশ্য নতুন নয়৷ এনএসজিতে ভারতের বিরোধিতা করার পর্ব থেকেই ভারতের প্রতি চীনের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছিল৷ এ মধ্যে ভারতে বেশ কয়েকবার চীনা হানা হয়েছে৷ অরুণাচল সীমান্ত ও উত্তরাখণ্ড সীমান্ত দিয়ে চীনা সেনার অনুপ্রবেশ প্রতিহত করেছে সেনা৷ আর তাই ভারতের প্রতিরক্ষা নিয়ে কোনওরকম হেলাফেলা করতে নারাজ নয় দিল্লী৷ একারণে অরুণাচল সীমান্তে মিসাইল মজুত করার অনুমতি দেওয়া হয়েছে৷ ভারতের এই আঁটসাট প্রতিরক্ষার বহরেই পাল্টা প্রতিক্রিয়া দিতে বাধ্য হল চীন৷

২৩ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে