মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৯:২৭:১৬

চীন-রাশিয়ার কাছে হেরে যাবে ব্রিটেন!

চীন-রাশিয়ার কাছে হেরে যাবে ব্রিটেন!

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্রিটিশ সেনাবাহিনী উপযুক্তভাবে সজ্জিত নয় বলে মনে করেন দেশটির রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট। তিনি বলেছেন, চীন-রাশিয়ার মোকাবেলাও করতে পারবে না ব্রিটিশ বাহিনী।

ব্রিটেনের দৈনিক স্টারকে দেয়া সাাৎকারে এ সব কথা বলেন উইলিয়াম জন ওয়েস্ট।
জন ওয়েস্ট বলেন, বিশ্ব আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও গোলযোগপূর্ণ হয়ে উঠেছে। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর দৃষ্টিতে ৫০ বছর আগে বিশ্ব যা ছিল তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও গোলযোগপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও বিশ্ব আরো বেশি অস্থিতিশীল হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ভেঙে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেন ফকল্যান্ডের যুদ্ধে অংশগ্রহণকারী অ্যাডমিরাল ওয়েস্ট।

ইইউ ভেঙে গেলে মহাদেশটিতে যুদ্ধের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ব্রিটেনের জন্য চীন ও রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে তুলে ধরে বিশ্বযুদ্ধের আশঙ্কার পে কথা বলেন উইলিয়াম জন ওয়েস্ট।
২৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে