আন্তর্জাতিক ডেস্ক : চার বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেম করে শেষে কিনা তাকে বেইজ্জত করতে তার অশালীন ভিডিও তুলে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল প্রেমিক! কিন্তু আদালতের নির্দেশে তার সঙ্গেই বিয়ে হলো মেয়েটির! ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের জামুইয়ের ঘটনা।
গত সপ্তাহে কোনো একটি বিষয়ে দুজনের ঝগড়া হয়। রেগে গিয়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও তুলে পোস্ট করে দেয় দিগ্বিজয় কুমার পাসোয়ান নামে প্রেমিক। এটা জানতে পেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় পূজা নামে মেয়েটি। মামলা দায়ের হলে গ্রেফতার হয় দিগ্বিজয়।
তবে জামুই দায়রা আদালতের বিচারক যখন জানতে পারেন, এরা প্রেমিক-প্রেমিকা, তিনি রায় দেন, ১৫ দিনের মধ্যে ওদের বিয়ে করতে হবে পরস্পরকে। দিন দুই আগে পুলিশের সামনে মন্দিরে বিয়ে হয়েছে দিগ্বিজয় ও পূজার। বিয়ের আসরে দিগ্বিজয়কে হাতকড়া পরা অবস্থায় নিয়ে আসা হয়। তবে মামলা বন্ধ হচ্ছে না। দিগ্বিজয় জেলে ফিরে গিয়েছে। পূজাকে পাঠানো হয়েছে শ্বশুরবাড়িতে।
মেয়েটিকে বিড়ম্বনার হাত থেকে বাঁচাতেই কি আদালতের এমন রায়? কিন্তু মেয়েটি কি কখনো ভালবাসতে পারবে প্রেমিককে?
২৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই