আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছরও পূর্ণ হয়নি তার৷ কিন্তু তাতে কি? মেধার তীক্ষ্ণতায় ১৪-র কিশোর-কিশোরীকে হার মানাতে পারে সে৷ সেই মেধায় ভর করেই লিমকা বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে ৪ বছর ৮ মাস ২১ দিনের এই জিনিয়াসের৷
শিক্ষামন্ত্রক সবুজ সংকেত দেওয়ার পর সোমবার লখনউয়ের স্কুলে নবম শ্রেণিতে ভর্তি করা হয়েছে অনন্যা বর্মাকে৷ ঠিক দু’বছর বাদে উত্তরপ্রদেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসবে অনন্যা৷ বোর্ড পরীক্ষায় পাশ করতে পারলে নিজের দিদির রেকর্ড ভেঙে দেবে এই জিনিয়াস৷ ২০০৭ সালে মাত্র ৭ বছর বয়সে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রেকর্ড গড়েছিল তার দিদি সুষমা বর্মা৷
জেলার স্কুল ইন্সপেক্টর উমেশ ত্রিপাঠী বলেন, ‘‘অনন্যা অসম্ভব মেধাবী৷ আমরা কেউই নবম শ্রেণিতে তার ভর্তি হওয়া আটকাতে পারি না৷ বোর্ড অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়িতে পড়ার অনুমতি দেয়৷ তাই নবম শ্রেণিতে পড়ার জন্য স্কুলে ভর্তি হতেই হতো তাকে৷
সাবলীল ভাবে হিন্দি বলতে পারে অনন্যা৷ নবম শ্রেণির বই সহজেই পড়ে ফেলে সে৷ নবম শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে এই খুদে৷’’ ২০১১ সালের পয়লা ডিসেম্বর জন্ম হয় অনন্যা বর্মার৷ তার বাবা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সহকারী সুপারভাইজার (স্যানিটেশন)৷
অক্ষর জ্ঞান নেই তার মা ছায়াদেবীর৷ কিন্তু তাঁদের তিন ছেলে মেয়েই প্রচণ্ড মেধাবী৷ মাত্র ১৪ বছরেই এমবিএ পাশ করেছে অনন্যার দাদা শৈলেন্দ্র বর্মা৷ সাত বছরে মাধ্যমিক পাশ করে রেকর্ড গড়েছে তার দিদি৷-কলকাতা২৪
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ