বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৪:৫০:০৬

সিরিয়ায় আবারো বিষাক্ত গ্যাস হামলা, নিহত ৪

সিরিয়ায় আবারো বিষাক্ত গ্যাস হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় যে বিষাক্ত গ্যাস হামলা হয়েছে তার নমুনা তদন্ত করে দেখছে জাতিসংঘ।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে মানুষের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আলেপ্পোর সব বয়সী মানুষেরা এতে আক্রান্ত- বিশেষ করে শিশুদের মধ্যে এই হামলার সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে।

বিদ্রোহীরা বলছে সরকার ক্লোরিন গ্যাস ব্যবহার করতে বাধ্য করছে।

আলেপ্পোতে এই বিষাক্ত গ্যাস হামলায় ৪জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।

জাতিসংঘ বলছে ক্লোরিন গ্যাস হামলার বিষয়টি যদি নিশ্চিত হয় তাহলে সেটি 'যুদ্ধাপরাধ' বলে বিবেচিত হবে।-বিবিসি
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে