আন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে শহর পেরুগিয়াতে আজ বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। এ ঘটনায় মধ্য ইতালিরর বেশ কিছু ভবন ধসে পড়ায় বহু মানুষ ইট-পাথরের নিচে আটকা পড়েছেন।
এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে অনেকে। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি পেরুগিয়ার ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।
স্থানীয় লা লিপাবলিকা সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ইতালির রাজধানী রোমে কিছু ভবন ২০ সেকেন্ড ধরে কেঁপেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই