বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৫:২৯:১৩

আগামী দশবছরে যেসব অস্ত্রে সেজে উঠবে ভারতের সামরিক ভাণ্ডার

আগামী দশবছরে যেসব অস্ত্রে সেজে উঠবে ভারতের সামরিক ভাণ্ডার

আন্তর্জাতিক ডেস্ক : আগামী একদশকে ভারতের সামরিক ভাণ্ডারকে ঢেলে সাজানোর জন্য প্রায় প্রায় ১৫ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে দেশটি৷ ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে আসতে চলেছে প্রায় ৫০০ টি হেলিকপ্টার, ১২ টি সাবমেরিন, কমবেশি ১০০টি এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান, ১২০ টি দু’ ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ও বেশকিছু বিমান বহনকারী জাহাজ৷ এমনই তথ্য জানা গিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সমস্ত সরঞ্জম ক্রয় করতে মোটামুটি কত খরচ হতে পারে এই সংক্রান্ত তথ্য মন্ত্রনায়লয়ের কাছে জানতে চেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ মনে করা হয়েছে প্রতি বছর এই প্রজেক্টের খরচ আট শতাংশ বাড়তে পারে৷ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের হিসেব অনুযায়ী পাঁচ থেকে নয় শতাংশ বাজেট প্রতিবছর বাড়তে পারে৷ যা গড়ে আট শতাংশ করে ধরা হয়েছে৷
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে